২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার চান্দিনা মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ আজ (২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

ওই ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ভোট গ্রহণে প্রত্যেক কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেটসহ মোট ১১জন ম্যাজিস্ট্রেট থাকবেন।৯টি কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণ করা হবে।

এ লক্ষে ৯ জন প্রিজাইডিং অফিসার ও ৫৫জন সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ সম্পন্ন করেছে রিটার্নিং অফিসার এর কার্যালয়।

মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আবু মুছা মজুমদার (নৌকা), নির্বাচন চলাকালিন সময়ে মৃত্যুবরণকারী প্রার্থী একেএম রুহুল আমিন এর স্ত্রী মাকসুদা আক্তার (আনারস), কামরুল হাসান ভূইয়া (মটরসাইকেল), ময়নাল হোসেন ভূইয়া (চশমা) মোজাম্মেল হক সরকার (ঘোড়া), লোকমান হোসেন শাহজাহান (অটোরিক্সা) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫১ জন প্রার্থী। সংরক্ষিত ৩টি ওয়ার্ডে (মহিলা মেম্বার) পদে প্রতিদ্বন্দীতা করছেন ১০ জন প্রার্থী।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ সম্পন্ন করতে আমাদের সকল প্রস্তুতি রয়েছে।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, ইতোমধ্যে নির্বাচন ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে প্রশাসন।

মহিচাইল ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৯জন ম্যাজিস্ট্রেট থাকবে। ১জন ম্যাজিস্ট্রেট টহল টিমের নেতৃত্ব দিবেন। নির্বাচনে কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যরা থাকবেন। এছাড়া র‌্যাব ও বিজিবির টহল অব্যাহত থাকবে।

অপরদিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে। ওই ওয়ার্ডে নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আরো দেখুন
error: Content is protected !!