[gtranslate]
১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুতের তারে লেগে প্রাণ গেল এক শ্রমিকের

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় মোঃ কুদ্দুছ মিয়া (২৯) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় দালানের ছাদের কাজ করতে গিয়ে বিদ্যুতের লাইনে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সে আড্ডা এলাকার রাজমিস্ত্রি শাহীনের সাথে কাজ করতো।নিহত কুদ্দুছের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের আড্ডা দঃবাজার জগৎপুর সিএনজি স্টেশনের সাথে দালানের ছাদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দালানের ছাদের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছেলেটি মারা গেছে।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

আরো দেখুন
error: Content is protected !!