১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার বিজয়পুর বাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বিজয়পুরে তদারকি অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা শাখা।

সোমবার (৫ সেপ্টেম্বর) জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত নিত্যপণ্য, মিষ্টির দোকান ও ফার্মেসীগুলোতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম।

তিনি জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং অনুমোদনহীন পণ্য ফার্মেসীতে সংরক্ষণ করায় মেসার্স মেডিসিন হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়।

ভোক্তাকে প্রতিশ্রুত মিষ্টি যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স মামার বাড়ি সুইটস এন্ড ফাস্টফুডকে ৩ হাজার টাকা এবং অনুমোদনহীন পণ্য বিক্রয় করায় আল মদিনা কনফেকশনারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযান চলাকালে ওই এলাকার মুদি, ফল, মাছ, মাংস ও সবজির দোকানেও তদারকি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নির্দেশনা দেওয়া হয়।

আরো দেখুন
error: Content is protected !!