২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনায় আক্রান্ত ৪৭৬; মৃত্যু ০৯

👁️ মহানগর ডেস্ক ✒️
কুমিল্লায় বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ০৯ জন।

১৬ জুলাই বিকাল ৫ টা ৩০ মিনিট জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

যারা মারা গেছেন তাদের মধ্যে সিটি করপোরেশন এলাকার একজন,বরুড়ার দুইজন, মুরাদনগরের তিনজন,আদর্শ সদরের একজন,লালমাইয়ের একজন,ব্রাক্ষণপাড়ার একজন।এ নিয়ে এখন পর্যন্ত জেলায় করোনায় ৫৮০ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৪ জন নমুনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৪৭৬ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ৯৫জন। মোট ১২ হাজার ৮৫২ জন সুস্থ হয়েছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দেখানো হয়েছে ৪৩ দশমিক ১ শতাংশ।

আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ১৪৬ জন, আদর্শ সদরের ২৯ জন, সদর দক্ষিণের ৭জন, বুড়িচংয়ের ২২ জন, ব্রাহ্মণপাড়ার ৫ জন, চান্দিনার ২০ জন, চৌদ্দগ্রামের ৪৩জন, দেবিদ্বারের ১৫জন, দাউদকান্দির ৫ জন, লাকসামের ৪৩ জন, লালমাইয়ের৩ জন,নাঙ্গলকোটের ২৭ জন, বরুড়ার ৩৬ জন, মনোহরগঞ্জের ২২জন, মুরাদনগরের ২০জন, মেঘনার ৪ জন, তিতাসের ১৩ জন এবং হোমনার ১৬ জন।

সিভিল সার্জন জানান, এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৯৭১।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন,জেলায় করোনা সংক্রমণের হার কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের নিয়মিত ত্রাণও বিতরণ করা হচ্ছে।’

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস।

আরো দেখুন
error: Content is protected !!