২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত আছেন ৯৮ জন। কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন মৃত ও আক্রান্তদের সংখ্যা নিশ্চিত করেন।

করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেলেন তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের এলাকার ২ জন, দেবিদ্বার উপজেলার ১ জন, চান্দিনার ১, সদর দক্ষিণের ৩ জন।

আক্রান্তদের সিটি কর্পোরেশনের ৫৫ জন, সদর দক্ষিণ উপজেলার ৩, চৌদ্দগ্রাম ৭, বুড়িচংয়ের ৫, লাকসামের ৯, দেবিদ্বারের ১, নাঙ্গলকোট ২, দাউদকান্দি ৭, মনোহরগঞ্জ ২, আদর্শ সদর ১, চান্দিনা১, বরুড়া ২,ব্রাহ্মণপাড়া ৩ জন।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন বলেন, করোনায় আজ ৭ জন মানে সর্বোচ্চ সংখ্যাক মারা গেলো।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ মহিউদ্দিন জানান, যে ৭ জন করোনা রোগী মারা গেলেন তাদের মধ্যে ৬ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরো দেখুন
error: Content is protected !!