২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা থেকে মা সুস্থ হলেও বাঁচানো গেলোনা গর্ভের সন্তানকে !

নিজস্ব প্রতিনিধি।।
সন্তান গর্ভে থাকা অবস্থায় গত ২০ পূর্বে করোনা আক্রান্ত হয়েছে শোয়েব মাহমুদ ভূঁইয়ার স্ত্রী ।

তবে গত ৪ দিন আগে করোনা রিপোর্ট পজিটিভ আসলেও বাঁচানো গেলোনা গর্ভের সন্তানকে । শুক্রবার (১৩ আগস্ট) রাত দেড়টায় কুমিল্লার একটি বেসরকারি হসপিটালে মৃত অবস্থায় জন্মগ্রহন করে। মায়ের গর্ভে বাচ্চাটির বয়স ছিল ৭মাস ১৫দিন।

এ বিষয়ে নবজাতক বাচ্চাটির পিতা শোয়েব মাহমুদ ভূঁইয়া বলেন, স্ত্রীকে নিয়ে কুমিল্লা নগরীর মুরাদপুরে থাকি। গত বছর আমাদের বিয়ে হয়েছে।  

এটাই আমার প্রথম সন্তান ছিল । কিন্তু আমাদের ভাগ্য খারাপ সন্তানের মুখ দেখলেও জীবিত দেখতে পারিনি । করোনা আক্রান্ত হওয়ার পর নিয়মিত পরীক্ষায় করিয়েছি।

বাচ্চাটি স্বাভাবিক অবস্থায় ছিল । কিন্তু গত ৪ দিনে করোনা পজেটিভ আশার পর আমার স্ত্রীর সন্দেহ হয় বাচ্চা নড়াচড়া কম করছে ।

পরবর্তীতে গাইনী বিশেষজ্ঞ দেখানোর পর জানানো হয় আমাদের সন্তান আর বেঁচে নেই। পরে ডাক্তার মৃত নবজাতকটি নরমাল ডেলিভারী করতে সক্ষম হয়। আমার স্ত্রী এখন ভাল আছে, তবে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে।

আরো দেখুন
error: Content is protected !!