২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ১০ জনের। মৃত্যু ০১ জন,

সৈয়দ বদরুদ্দোজা টিপু
গতকাল ০৬ জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ১০জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯১৪জন। আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৪২জনে দাঁড়ালো।

০৬জুন বিকেলে এসব তথ্য জানান, কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ২৮৩। সর্বমােট নমুনা প্রেরন: ৭৬,৬৬৬। গত ২৪ঘন্টায়ৎরিপোর্ট প্রাপ্তি: ১২৩। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৬,৪০৫। গত ২৪ঘন্টায় শনাক্ত: ১০।

সিটি- ০১ আদর্শ সদর- ০২ সদর দক্ষিণ -০১ বুড়িচং- ০২ চৌদ্দগ্রাম- ০১ দেবিদ্বার – ০১ লাকসাম- ০১ মনোহরগঞ্জ – ০১। সর্বমােট শনাক্ত: ১২,৯১৪। গত্য ২৪ঘন্টায় শনাক্তের হার: ৮.১%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৩৫। সিটি- ৩৫। সর্বমােট সুস্থ: ১০,৭০৮। গত ২৪ঘন্টায় মৃত: ০১।

এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১ ।উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: আদর্শ সদর – ০১ (মহিলা, ৪৯ বছর)। সর্বমােট মৃত: ৪৪২। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা:আজকের রিপোর্ট প্রাপ্তি: ৯৪ এদের মধ্যে নতুন সনাক্ত: ০১

আরো দেখুন
error: Content is protected !!