৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ১০৫ জনের। মৃত্যু ০৪

✒️কুমিল্লা প্রতিনিধি
গতকাল ২৪জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ১০৫জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৩জন। আজকের রিপোর্টে ০৪জন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৬৩জনে দাঁড়ালো।

গতকাল ২৪ জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৬২০। সর্বমােট নমুনা প্রেরন: ৮২,১৫০। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৪৭৭। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৮১,২৫৮। গত ২৪ঘন্টায় শনাক্ত: ১০৫।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি- ৬২ আদর্শ সদর- ০৫ সদর দক্ষিণ- ০২ বুড়িচং- ০৯ চান্দিনা- ০৪ চৌদ্দগ্রাম- ০১ দেবিদ্বার- ০৮ লালমাই- ০৩ নাঙ্গলকোট- ০৩ বরুড়া- ০৪ মনোহরগঞ্জ- ০১ মুরাদনগর- ০১ তিতাস- ০২

সর্বমােট শনাক্ত: ১৩,৬২৩। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ২২.০%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৬০। আদর্শ সদর- ২৪ নাঙ্গলকোট- ১৬ বুড়িচং- ০৫ দেবিদ্বার- ০৭ সিটি- ০৮

সর্বমােট সুস্থ: ১১,৪৪৪। গত ২৪ঘন্টায় মৃত: ০৪ এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০৪।উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: সিটি- ০২ মহিলা, ১৭ বছর,পুরুষ, ৭৫ বছর বুড়িচং- ০২(পুরুষ, ৬০ বছর, মহিলা, ৭০ বছর)

সর্বমােট_মৃত: ৪৬৩। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১২১। এদের মধ্যে নতুন সনাক্ত: ০৫

আরো দেখুন
error: Content is protected !!