২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ২১ জনের। মৃত্যু ০৪ জন,

সৈয়দ বদরুদ্দোজা টিপু
গতকাল ০৪লা জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ২১জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৮৮জন ।আজকের রিপোর্টে চারমৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৩৯জনে দাঁড়ালো।

গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ২৯। সর্বমােট নমুনা প্রেরন: ৭৬,২৩৯। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ২৪২ সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৬,০৯৬। গত ২৪ঘন্টায় শনাক্ত: ২১

সিটি- ১০ চৌদ্দগ্রাম- ০৪ দাউদকান্দি- ০২ নাঙ্গলকোট- ০১ বরুড়া- ০৩ মনোহরগঞ্জ- ০১। সর্বমােট শনাক্ত: ১২,৮৮৮।গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৮.৭%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৩৫। সিটি- ৩৫। সর্বমােট সুস্থ: ১০,৬৪৩। গত ২৪ঘন্টায় মৃত: ০৪। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০৪। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: আদর্শ সদর- ০১(পুরুষ, ৫৫ বছর) মনোহরগঞ্জ- ০১ (পুরুষ, ৬৫ বছর) বরুড়া- ০১ (মহিলা, ৯৫ বছর) নাঙ্গলকোট- ০১ (পুরুষ, ৬০ বছর)। সর্বমােট মৃত: ৪৩৯

বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা:আজকের রিপোর্ট প্রাপ্তি: ১১০ এদের মধ্যে নতুন সনাক্ত: ০০

আরো দেখুন
error: Content is protected !!