কুমিল্লায় করোনা শনাক্ত ২১ জনের। মৃত্যু ০১ জন,
সৈয়দ বদরুদ্দোজা টিপু
গতকাল ০৭জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও
২১জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৩৫জন। আজকের রিপোর্টে একমৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৪৩জনে দাঁড়ালো।
গতকাল ০৭জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ২৯২। সর্বমােট নমুনা প্রেরন: ৭৬,৯৫৮। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ২৩৫ সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৬,৬৪০। গত ২৪ঘন্টায় শনাক্ত: ২১
সিটি- ১০ আদর্শ সদর- ০১ বুড়িচং- ০২ চান্দিনা- ০১ চৌদ্দগ্রাম- ০২ দেবিদ্বার – ০১ বরুড়া- ০৩ মনোহরগঞ্জ – ০১। সর্বমােট শনাক্ত: ১২,৯৩৫। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৮.৯%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৪০। সিটি- ৪০ সর্বমােট সুস্থ: ১০,৭৪৮। গত ২৪ঘন্টায় মৃত: ০১
এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১ উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: বুড়িচং- ০১ (মহিলা, ৬৫ বছর)। সর্বমােট মৃত: ৪৪৩ বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ৯৬। এদের মধ্যে নতুন সনাক্ত: ০০