২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ২৭ জনের। সুস্থ্য ৪০জন,

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ১৮জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৭জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৪২জন।আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়নি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫৪জনে দাঁড়ালো।

গতকাল ১৮জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৯০। সর্বমােট নমুনা প্রেরন: ৭৯,৫৯৪। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ২১০। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৯,২৩৭।গত ২৪ঘন্টায় শনাক্ত: ২৭

সিটি- ১৫ আদর্শ সদর- ০২ সদর দক্ষিণ- ০১ বুড়িচং- ০১ চৌদ্দগ্রাম- ০১ লাকসাম- ০৪ নাঙ্গলকোট- ০১ বরুড়া- ০১ মুরাদনগর- ০১

সর্বমােট শনাক্ত: ১৩,২৪২। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১২.৯%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৪০। সিটি- ৪০। সর্বমােট সুস্থ ১১,১৫৫। গত ২৪ঘন্টায় মৃত: ০০। সর্বমােট মৃত: ৪৫৪। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১২০। এদের মধ্যে নতুন সনাক্ত: ০৩

আরো দেখুন
error: Content is protected !!