১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ৩৬ জনের। মৃত্যু ০২

✒️ মহানগর ডেস্ক
গতকাল ২৬জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৬জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৬জন।আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৬৯জনে দাঁড়ালো।

গতকাল ২৫জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৩৫৩। সর্বমােট নমুনা প্রেরন: ৮২,৬৪৬। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ১৮৩। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৮১,৮৮৬। গত ২৪ঘন্টায় শনাক্ত: ৩৬

সিটি- ১৯ আদর্শ সদর- ০১ ব্রাহ্মণপাড়া- ০১ চান্দিনা- ০৩ লাকসাম- ০৩ নাঙ্গলকোট- ০৭ মনোহরগঞ্জ- ০১ মুরাদনগর- ০১

সর্বমােট শনাক্ত: ১৩,৭৪৬। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১৯.৭%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৫৮ সিটি- ১০ বুড়িচং- ২৮ নাঙ্গলকোট- ২০

সর্বমােট সুস্থ: ১১,৫৭০। গত ২৪ঘন্টায় মৃত: ০২ এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০২ উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: আদর্শ সদর- ০১ (পুরুষ, ৪৫ বছর) মনোহরগঞ্জ- ০১ (পুরুষ, ১০২বছর)

সর্বমােট_মৃত: ৪৬৯জন। বিদেশগামীযাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১১৩। এদের মধ্যে নতুন সনাক্ত: ০৩

আরো দেখুন
error: Content is protected !!