২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বৈশাখী ঝড়ে গাছ পড়ে একজন নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় বৈশাখী ঝড়ে গাছ পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের শলফা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শিশু মিয়া (৬০)। তিনি বাঙ্গরা থানা এলাকার খোশঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আহতরা হলেন- সিএনজিচালক সবুজ, যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশা করে রামচন্দ্রপুর থেকে শ্রীকাইল যাচ্ছিল চালকসহ পাঁচজন।

এ সময় শলফা এলাকায় আসলে ঝড়ের কারণে একটি গাছ তাদের অটোরিকশার উপরে পড়ে। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিনজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান তিনি।

তিনি আরও জানান, শুনেছি চালক সবুজের বাড়ি পাশের রামচন্দ্রপুর ইউনিয়নের সরেরপাড় এলাকায়। আহত বাকিদের বাড়ি কোম্পানিগঞ্জ ও নবীনগর এলাকায়।

এ ব্যাপারে বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারব।

আরো দেখুন
error: Content is protected !!