১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ৩ ডেঙ্গু রোগী শনাক্ত; নির্মানাধীন ভবনে মিলেছে লার্ভার অস্হিত্ব

মহানগর ডেস্ক।।
কুমিল্লায় করোনার মহামারির মধ্যে চলতি বছরে প্রথম ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। সম্প্রতি ঢাকা ফেরত তিন ব্যক্তির রক্ত পরীক্ষা করে তাদের ডেঙ্গু শনাক্ত হয়।

বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন। এদিকে স্বাস্থ্য বিভাগের টিম কুমিল্লা নগরীর নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভার অস্থিত্ব পেয়েছে।

জানা যায়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২জন ও নাঙ্গলকোট উপজেলার ১জন রয়েছে। শারীরিক অবস্থা ভাল হওয়ার ডেঙ্গু রোগীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা সিটি করপোরেশন এলাকায় প্রতিদিনই কয়েকশ করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, কুমিল্লা যেহেতু ঢাকার পার্শ্ববর্তী জেলা তাই জনগণকে আরো সচেতন হওয়ার অভিমত বিশিষ্ট নাগরিকদের।

কুমিল্লা নগরীতে বেশিরভাগ এডিস মশার জন্মস্থান রাস্তার পাশে পড়ে থাকা টায়ার, থানায় জব্দ থাকা গাড়ি, বা সরকারি অফিসের বিভিন্ন জায়গায় জমে থাকা পানি ও নির্মাণাধীন ভবনে।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, আক্রান্ত তিনজনের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। হাসপাতালে ডেঙ্গু ইউনিট প্রস্তুত রাখা আছে।

যে কোন পরিস্থিতি মোকাবেলাতে জেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত। প্রাথমিক পর্যায়ে পরিদর্শনে কুমিল্লা নগরীর নির্মানাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে। এ বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন কে নিয়ে একযোগে কাজ করবে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন এর মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু শনাক্ত হওয়ার আগে থেকেই এডিস মশার লার্ভা ধ্বংসে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হচ্ছে, সেই সাথে বাড়ির ছাদের টবে কিংবা নির্মানাধীন ভবনের কোথাও যেন পানি জমে না থাকে, এজন্য জনগণকে সচতেন করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হয়েছে। নির্মাণাধীণ ভবনে এডিস মশার লার্ভার অস্থিত্ব পাওয়া গেলে অভিযান পরিচালনা করে হবে।

আরো দেখুন
error: Content is protected !!