৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১১৬ জনের। মৃত্যু ০১জনের।

মহানগর নিউজ।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪দশমিক ৬%।

এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ০১ জন। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪টা ১৫মিনিট দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,২৪ আগস্ট বিকেল থেকে ২৫ আগস্ট বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে বারজনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের তিনজন,সদর দক্ষিণের একজন, বুড়িচংয়ের নয়জন, চৌদ্দগ্রামের ১৮, দাউদকান্দির একজন, বরুড়ার ১৬, মেঘনায় পাঁচজন , লাকসাম বিশজন, লালমাই দুইজন, চান্দিনায় ছয়জন, হোমনায় দুইজন, তিতাসের একজন, মনোহরগন্জ ছয়জন, মুরাদনগর উপজেলার এগারজন।

যারা মারা গেছেন তাদের মধ্যে চৌদ্দগ্রামের একজন রয়েছে। মৃতদের মধ্যে একজন নারী রয়েছে।

জেলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৭৬৮জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৩ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২৯ হাজার ৭৬০ হয়েছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

আরো দেখুন
error: Content is protected !!