[gtranslate]
২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের চেকপোস্টে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

✒️ মহানগর ডেস্ক
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ীর চেকপোস্টে গাঁজাসহ এক মাদক কারবারী আটক হয়েছে।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার এর নেতৃত্বে অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই এবিএম গোলাম কিবরিয়া ও এস আই শরীফুর রহমান এ এস আই হুমায়ুন সঙ্গীয় ফোর্সসহ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চাঁনপুর ব্রীজ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ীতে তল্লাসী চালায়। এসময় গাঁজা পাচার কালে দুই মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলো কক্সবাজার জেলার সদর উপজেলার কুতুবদিয়া পাড়ার আমানুল্লাহর ছেলে মোহাম্মদ করিম (২১) ও একই এলাকার নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম (২০)।

ছত্রখিল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শরিফ জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান স্যারের নির্দেশনায় চাঁনপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে।

দু’জনকে ৬ কেজী গাঁজাসহ আটক করি। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আরো দেখুন
error: Content is protected !!