[gtranslate]
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা চৌদ্দগ্রামে মাদকসহ নারী গ্রেপ্তার

মনোয়ার হোসেন,
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশী মদসহ জান্নাত ইসলাম ফায়েল(৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে।

সে নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে থানা পুলিশের একটি টিম উপজেলার জগমোহনপুর রাস্তার মাথায় থেকে জান্নাত ইসলাম ফায়েলকে আটক করে।

এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৪১ বোতল রয়েল স্টিক বিদেশ মদ জব্দ করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানায়, জব্দকৃত মাদক নিয়ে সে গাড়ির জন্য অপেক্ষা করছিল। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

আরো দেখুন
error: Content is protected !!