কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু
কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ভর্তি পরীক্ষা।কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৫০৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, এখনো পর্যন্ত আমরা সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করি নির্বিঘ্ন ভাবে পরীক্ষা শেষ করতে পারবো