[gtranslate]
২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে অস্ত্রসহ যুবককে আটক করেছে র‌্যাব

মহানগর ডেস্ক।।
কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাছুম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।আটককৃত মাছুম উপজেলার পশ্চিম সিংহপাড়া গ্রামের আবদুর হান্নান মেম্বারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয় মাছুমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, বুড়িচংসহ কুমিল্লার বিভিন্ন স্থানে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কথা তিনি স্বীকার করেছেন।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় মাছুমের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

আরো দেখুন
error: Content is protected !!