কুমিল্লা মুরাদনগরে গাঁজা পরিবহনকালে চালকসহ আ’টক ২
মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে গাঁজা পরিবহনকালে চালকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় সিএনজি চালিত অটোরিক্সা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নয়াকান্দি এলাকার বেড়িবাধের উপর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত শাহীন আলম (২৯) দিনাজপুর জেলার চিররবন্দর উপজেলার ফতেজংপুর গ্রামের মৃত সাইদুল ইসলাম বাবুর ছেলে ও সিএনজি চালক দুলাল মিয়া (৫০) জেলার দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের মৃত সিরু মিয়ার ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াকান্দি এলাকার বেড়িবাধের উপর অভিযান চালিয়ে চালকের সিটের নিচ থেকে ২ কেজি ও সিএনজিতে থাকা যাত্রীর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এসময় সিএনজি গাড়িটিকে জব্দ করা হয়। পরে শাহীন আলম ও সিএনজি চালক দুলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে কুমিল্লার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।