কুমিল্লা মুরাদনগরে প্রথম সন্তানের মুখ দেখার আগেই করোনায় প্রাণ গেল কলেজ শিক্ষিকার !
নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে (কোভিড-১৯) করোনার ভয়াল থাবায় এবার প্রাণ গেলো রোকসান আরা পারভীন লিপি (৩৫) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা এক কলেজ শিক্ষিকার।
গতকাল ১০আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রোকসান আরা পারভীন লিপি উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ জাহানারা হক ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও বি-বাড়ীয়া জেলার কসবা থানার কাউতলি গ্রামের আমানুল্লাহর মেয়ে।
কলেজ সুত্রে জানা যায়, হায়দরাবাদ জাহানারা হক ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রোকসান আরা পারভীন লিপিকে প্রথমে গাইনি সমস্যার কারনে কুমিল্লার মুক্তি হসপিটালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
সেখানে তার করোনা পজিটিভ শনাক্ত ও শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল ১০আগস্ট বাদ যোহর তার শ্বশুর বাড়ী কসবা উপজেলার বাদুইড় গ্রামে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।
এদিকে প্রভাষক রোকসান আরা পারভীন লিপির মৃত্যুতে তার কর্মস্থলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।