১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা-৫ আসনে মনোনয়ন নিলেন ৮ জন

নিউজ ডেস্ক
সোমবার পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপনির্বাচনে সোমবার পর্যন্ত ৮ প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার বিকেল ৫টা পর্যন্ত ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

যারা মনোনয়ন পত্র কিনেছেন তারা হলেন, নৌকা মনোনীত প্রার্থী আবুল হাশেম খাঁন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক জসিম উদ্দিন, প্রয়াত আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিনা সোবহান খসরু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান রুমি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহতাব হোসেন, আবদুল জলিল ভূঁইয়া এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল হক।

আগামী ২৮ জুলাই কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

আরো দেখুন
error: Content is protected !!