৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা-৭ উপনির্বাচনে মনোনয়ন ফরম নিলেন ৩ জন

নিউজ ডেস্ক।।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শনিবার থেকে শুরু হয়েছে।

প্রথম দিনে কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদন বিতরণ শুরু হয়।

এ সময় কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে দলীয় মনোয়ন পেতে ফরম সংগ্রহ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সদস্য জাকির হোসেন এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শাহজালাল মিঞা।

এ ছাড়া বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোট ছয়জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থান থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ৩০ জুলাই এই আসনের সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এ ছাড়া একই দিন একটি পৌরসভার মেয়র পদের উপনির্বাচন এবং নয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় সরকারের বিভিন্ন শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো দেখুন
error: Content is protected !!