ক্যান্সারের কাছে হেরে গেলেন কুবি শিক্ষার্থী মেহেদী
👁️মহানগর অনলাইন ডেস্ক ✒️
অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী তানিন মেহেদী। বৃহস্পতিবার(২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)।
তানিন মেহেদী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রথম বর্ষে থাকাকালীন সময়ে তার হাঁটুতে ক্যান্সার ধরা পড়ে। তখন ভারতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেন মেহেদী। পরবর্তীতে ২০২০ সালে পুনরায় ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তানিনের খালাতো ভাই মনির হোসেন জানান, ক্যান্সার থেকে পানি জমে ফুসফুস ব্লক হয়ে যাওয়ায় নিউমোনিয়া হয়ে যায় তানিনের। কয়েকদিন ধরেই সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিলো না। শেষে আজ সাড়ে ১০ টায় মৃত্যুবরণ করেন তিনি।
মেহেদীর বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার লাখশিবপুর গ্রামে। সেখানেই তার জানাজা এবং দাফন সম্পন্ন হবে।
মেহেদীর অকাল মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার, তার সহপাঠী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।