গাজা নিয়ে কারাবন্দি ছেলেকে দেখতে এসে বাবা আটক, আটককৃতের বাড়ি কুমিল্লায়
নিউজ ডেস্ক।।
গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছেলেকে দেখতে আসা এক ব্যক্তিকে তল্লাশি করে গাজা পাওয়া গেছে।
এ ঘটনায় তাকে আটক করে কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর নাম গোলাম আক্তার (৫৪)। তিনি কুমিল্লার মুরাদনগর থানার পীরকাশিমপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
কারাসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে কাশিমপুর কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে ছেলের সঙ্গে দেখা করতে আসেন গোলাম আক্তার।
চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম তার দেহ তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাজা, ১০ গ্রাম টোবাকো তামাক মিক্সার, একটি কলকি ও একটি কেচি উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার সাব ইন্সপেক্টর (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, এ বিষয়ে মাদক আইনে একটি মাদক মামলা হয়েছে। আগামীকাল বুধবার গোলাম আক্তারকে জেল হাজতে প্রেরণ করা হবে।