২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাড়িতে উঠার পর বমি বমি ভাব হলে কমাবে এই ঘরোয়া পাঁচ উপাদান

লাইফস্টাইল ডেস্ক।।
বাসে চলাচলের সময় অনেকেরই বমি পায়। কিছুক্ষণে পেট গুলোতে শুরু করে৷ বাস বা গাড়ি চলতে থাকলে বমি বমি ভাব জাগিয়ে উঠতে থাকে৷ হুট করে বমিও হয়ে যায়৷ অনেকে অবশ্য দূরপাল্লায় যাত্রার সময়ে বমি বমি ভাব থেকে রক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্তু নিয়মিত যাতায়াত করার সময় বমি বমি ভাব থেকে শরীরে দুর্বলতা কাজ করতে পারে। তাই ঘরোয়া পদ্ধতিতেই আপনি বমি বমি ভাব দূর করতে পারেন। আসুন জেনে নেই কিভাবে-

লেবু বা কমলালেবু
বাসে বমি বমি ভাব করলে নাকের কাছে লেবু বা কমলালেবুর খোসা রেখে ঘ্রাণ নিন৷ এতে বমি বমি ভাব দূর হবে৷ হাতের কাছে পানির বোতল থাকলে এক টুকরো লেবুর রস আর লবন পানিতে গুলিয়ে খেয়ে নিলে উপকার পাবেন৷ অবশ্য আজকাল রাস্তাতেই লেবুর শরবত পাওয়া যায়৷ এতে গা গুলানো ভাবটা কমবে। চাইলে লেবু মুখে নিয়ে চুষতে পারেন৷ তাতেও উপকার মিলবে।

লবঙ্গ
এক কাপ সমপরিমাণ পানিতে এক চামচ লবঙ্গের গুড়ো মিশিয়ে ৬-৭ মিনিট সেদ্ধ করুন৷ তারপর আস্তে আস্তে চুমুক দিয়ে খেয়ে ফেলুন। স্বাদটা বেজায় কটু ঠেকতে পারে৷ সেক্ষেত্রে মধু বা চিনি মিশিয়ে নিবেন। এতে বমি বমি ভাবের অস্বস্তি দূর হবে৷

জিরা
হাতের কাছে সহজ সমাধান খুঁজে না পেলে এক চিমটি জিরা খেয়ে দেখতে পারেন। আবার জিরা গুঁড়াও এক্ষেত্রে কার্যকর।

আদা
খুব দ্রুত বমি বমি ভাব দূর করার ক্ষেত্রে আদা উপকারী৷ বমি বমি ভাব পেলে এক কাপ চায়ের মধ্যে আদা দিয়ে খেয়ে দেখতে পারেন। আবার শুধু কাঁচা আদা চিবিয়ে খেলেও সমস্যা নেই৷ ঘরে থাকলে এক চামচ লেবুর রস, এক চামচ আদার রস, এবং একটু বেকিং সোডা মিশিয়ে খেয়ে ফেলুন। বমি বমি ভাব সাথে সাথে দূর হয়ে যাবে।

আরো দেখুন
error: Content is protected !!