গ্রামের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মাহফুজ নান্টু
আধিপত্য বিস্তার নিয়ে অনেক আগে থেকেই কুমিল্লার টিটি গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে মঙ্গলবার সকালে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
কুমিল্লার মেঘনা উপজেলার টিটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
গুরুতর আহত চারজন হলেন গ্রামের ওমর আলী, আবদুল কুদ্দুস, আবুল হাশেম ও আবদুর রহিম। তাদের মধ্যে একজন টেঁটাবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে অনেক আগে থেকেই গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে মঙ্গলবার সকালে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাদের ইন্ধনে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।