২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জুবায়ের জুবিলী’র কবিতা -“আমাদের সফর”

আমাদের সফর
===========
জুবায়ের জুবিলী

প্রতিদিন সকালের মিষ্টি রোদে,
কিছুটা পথ হেটে হেটে-
অতঃপর ;
বেশ কিছু পথ বাসে চড়ে চড়ে-
জানলার ফাঁক গলিয়ে নীলাভ আকাশ,
কিংবা;
সারিসারি হাইরাইজ বিল্ডিং দেখতে দেখতে-
বাস ভর্তি মানুষের কোলাহল,
অফিস যাওয়া,
এই সব আমি একদিন মিস করবো,
যেদিন আমার দেহখানি আর
নিজের মতো করে চলবেনা।

রসে টইটম্বুর মিষ্টি; আহ কত পছন্দ আমার,
চাইলেও খেতে পারবনা,
কাঠালের বীচির প্রিয় গরুর মাংসের ঝোল,
চাইলেও কেউ রান্না করে দিবেনা,
আমি তখন বুড়ো হয়ে যাবো,
শরীরে নানান রোগ বাধবে তখন,
থাকবে ডাক্তারের বারন,
দৈনন্দিন জীবনযাপনের সব আনন্দ,
আমি একদিন মিস করবো,
যখন আমার দেহখানি,
নিজের মতো করে আর চলবেনা।

বিছানায় শুয়ে শুয়ে স্মৃতি হাতড়াবো,
শৈশব কৈশোর যৌবনের রোজনামচা-
তা ভেবে ভেবেই মুচকি হাসবো,
তারপর আসবে একটা দিন-
এমন একটা দিন,
আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো,
স্বজনরা নিয়ে শুইয়ে দিবে,
সাড়ে তিনহাত মাটির নীচে,
হিংসা বিদ্বেষ না রাখি মনে,
জীবন কাটাই মমতাময়,
আমাদের এই সফর খুবই সংক্ষিপ্ত সময়।

আরো দেখুন
error: Content is protected !!