২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তাবলিগ জামাতকে দুই ভাগ করার নেপথ্যে হেফাজত

নিজস্ব প্রতিবেদক

তাবলিগ জামাতকে দুই ভাগ করার নেপথ্যে হেফাজত তাবলিগ জামাতের মধ্যে যে বিভাজন হয়েছে, সেটার পেছনে হেফাজতে ইসলামের নেতাদের হাত ছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা বলেছে, রমজানে দেশজুড়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনাও ছিল হেফাজতের।

সোমবার (৩ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মাহবুবুল আলম এ তথ্য জানান। হেফাজতের নেতা মামুনুল হককে জিজ্ঞাসাবাদের বিষয়ে তুলে ধরেন তিনি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে গত ৩ এপ্রিল এক নারীসহ অবরুদ্ধ হয়েছিলেন হেফাজতের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হক। ঘটনার দিন থেকেই ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন তিনি। যদিও এখন পর্যন্ত বিয়ের বিষয়ে বৈধ কোনো কাজগপত্র দেখাতে পারেননি হেফাজতের এই নেতা। পরে মোহাম্মদপুর থানায় করা এক সাধারণ ডায়েরিতে মামুনুলের তৃতীয় বিয়ের খবর পাওয়ায়। এরপর আরও একাধিক নারীর সঙ্গে মামুনুলের সম্পর্কের খবর উঠে আসে। সম্প্রতি কথিত দ্বিতীয় স্ত্রী সোনারগাঁ থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

ডিবির যুগ্ম-কমিশনার মাহবুবুল আলম বলেন, ‘মামুনুল হকের আরও চার থেকে পাঁচজন নারীর সঙ্গে সম্পর্কের তথ্য পাওয়া গেছে, যাদের সঙ্গে মানবিক বিয়ের সম্পর্ক গড়ে অনৈতিক কাজ করতেন তিনি। তিনি একটি বিয়ের ছাড়া অন্য কোনোটির কাবিননামা দেখাতে পারেননি। এ বিষয়ে তদন্ত চলছে।’

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘তাবলিগ জামাতকে দুই ভাগ করার নেপথ্যেও হেফাজত নেতাদের হাত ছিল। রমজানকে সামনে রেখে দেশজুড়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল হেফাজতের। রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল। আরেকটি বদর যুদ্ধের ডাক দিয়েছিল হেফাজত। গত ২৬ মার্চ শুরু হওয়া সহিংসতা রমজান পর্যন্ত টেনে আনার পরিকল্পনা ছিল তাদের।’

তাবলিগ জামাত আগে একইসঙ্গে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন করলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের মধ্যে বিভাজন দেখা দেয়। এমনকি এই বিভাজনের জেরে দু’পক্ষের মধ্যে বিভিন্ন জায়গায় সংঘর্ষও হয়েছে। এখন তাবলিগের একটি অংশ মাওলানা সাদপন্থী এবং আরেকটি অংশ মাওলানা জোবায়েরপন্থী বলে পরিচিত।

মাহবুবুল আলম বলেন, ‘বিভিন্ন মাদ্রাসায় পাওয়া দানের অর্থ নাশকতার কাজে ব্যবহার করতেন হেফাজত নেতারা। হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতায় এ অর্থ ব্যবহারের প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। মাদরাসার ছাত্রদের ব্যবহার করে আরেকটি ‘শাপলা চত্বর’ তৈরি করে সরকার পতনের পরিকল্পনা ছিল তাদের।’

আরো দেখুন
error: Content is protected !!