[gtranslate]
২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

থানার হাজতে রিমান্ডের আসামির ঝুলন্ত লাশ

মহানগর অনলাইন ডেস্ক।।
ঢাকার উত্তরা পূর্ব থানার হাতজখানায় এক রিমান্ডের আসামির ঝুলন্ত লাশ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম মো. লিটন (৪৫)। সে মাদক মামলার আসামি ছিল।জিজ্ঞাসাবাদের জন্য দুদিন আগেই থানা হাজতে আনা হয়েছিল। পুলিশ দাবি করেছে, রিমান্ডে নেওয়া ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার ভোররাতে হাজতখানায় লিটনের ঝুলন্ত লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন্স) মো. মোখলেসুর রহমান।গণমাধ্যমকে তিনি বলেন, ভোররাতে হাজতের ভেতরে ভেন্টিলেটরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কম্বল ছিঁড়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের আড়াল গিয়ে সে গলায় ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে।

আরো দেখুন
error: Content is protected !!