১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশসেরা পাশের হারে এগিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক।।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হারে সারাদেশে এগিয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

কুমিল্লা বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী।

যদিও গত বছরের তুলনায় পাশের হার ৭ শতাংশ কম তারপরও এই ফলাফলে খুশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বোর্ড কর্তৃপক্ষ।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের বলেন, কুমিল্লা বোর্ডের ভালো ফলাফলের সম্পূর্ণ কৃতিত্ব শিক্ষার্থী-অভিভাবক এবং শিক্ষকদের।

করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থায় যে ধ্বংস নেমেছিলো তারা নিজ প্রচেষ্টায় তা কিছুটা হলেও কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যদিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড ভালো ফলাফল করেছে। আর শিক্ষা বোর্ড কর্মকর্তাগণ একটি সুষ্ঠ সুশৃঙ্খল পরীক্ষা এবং ফলাফল সম্পন্ন করতে সচেষ্ট ছিলেন- তারা এজন্য ধন্যবাদ প্রাপ্য।

এদিকে ঘোষিত ফলাফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাশের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন শিক্ষার্থী।

রাজশাহী বোর্ডে পাশের হার ৮১ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী।

সিলেট বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন।

বরিশাল বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী।

যশোর বোর্ডে পাশের হার ৮৩ দশমিক ৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ৭০৬ জন শিক্ষার্থী।

দিনাজপুর বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ০৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন শিক্ষার্থী।

ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ০৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন।

এ ছাড়া কারিগরি বোর্ডে পাশ করেছেন ৯১ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী, এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ১০৫ জন শিক্ষার্থী।

এদিকে গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ৭৭ হাজার ৯০৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৫৭জন মেয়ে শিক্ষার্থী। মেয়েদের শতকরা পাশের হার ৯১দশমিক ৩৯ শতাংশ।

ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৮৪ শতাংশ। বোর্ডে এবার বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৫ দশমিক ৭৯ শতাংশ। মানবিক বিভাগে ৮৭ দশমিক ৮৬ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় পাশের হার ৯১ দশমিক ১২ শতাংশ। কোন শিক্ষার্থী পাশ করেনি বোর্ডে এমন প্রতিষ্ঠান রয়েছে ৫টি।

আরো দেখুন
error: Content is protected !!