২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ১২৮৫

নিউজ ডেস্ক
গতকালের পর ফের ২৪ ঘণ্টায় মৃত্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এসময় আক্রান্ত হয়েছে এক হাজার ২৮৫ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮৭৮ জনে দাঁড়াল। শনিবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল মৃত্যের সংখ্যা চিল ৩৭ জন।

বিশ্ব পরিস্থিতি: করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত বিশ্ববাসী। দিন যত যাচ্ছে এর ভয়ঙ্কর ছোবলে প্রাণহানির সংখ্যা ততই বাড়ছে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যাও। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭২৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ৪৮৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার (৮ মে) সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২ লাখ ৮৩ হাজার ৭২৭ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ৭২৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৫৮৯ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৪ হাজার ৯১১ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৮২৬ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন। মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৩৬০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।

আরো দেখুন
error: Content is protected !!