২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাচতে নাচতেই ঝলসে মৃত্যু ১৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক।।
নৈশ পার্টিতে অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১৩ জনের।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে আচমকাই মাউন্টেন বি নাইট ক্লাবে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।

থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহত হয়ে হাসপাতালে ৩৫ জন। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

বৃহস্পতিবার রাত। চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইট ক্লাবে তখন চলছে উদ্দাম নৃত্য, হইহল্লা। তারই মাঝে আচমকাই আগুনের হলকা। ভয়ঙ্কর আগুনে ঝলসে মৃত্যু হল অন্তত ১৩ জনের। আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অন্তত ৩৫ জন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভারতীয় সময় সাড়ে এগারোটা নাগাদ আচমকাই মাউন্টেন বি নাইট ক্লাবে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।

চোনবুরির পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই বলেন, ‘‘রাত একটা নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে। দ্রুত সেখানে পৌঁছই। কী ভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, মৃত ও আহতরা সকলেই তাইল্যান্ডের বাসিন্দা। বাইরের কেউ ছিলেন না।’’

একটি সূত্রের দাবি, আগুন লাগার সময় নাইট ক্লাবে অন্তত ৮০ জন উপস্থিত ছিলেন। আগুনের তাণ্ডবের মধ্যেও কয়েক জন সুরক্ষিত ভাবে বেরিয়ে আসতে পেরেছিলেন। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

আরো দেখুন
error: Content is protected !!