২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লায় ০৬তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

সৈয়দ বদরুদ্দোজা টিপু
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কুমিল্লায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ০৬তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উক্ত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ও বিদ্যালয়ের সভাপতি জনাব ফারুক আহমেদ পিপিএম (বার) ১৮টি কক্ষ বিশিষ্ট ভবনের নির্মাণ ব্যয় ধরা হয় ৪,৭৭,৮৮,৩৬/- (চার কোটি সাতাত্তর লক্ষ আটাশি হাজার তিন শত ষাট) টাকা। ভবনটিতে থাকবে আধুনিক সুযোগ-সুবিধা ও পরিচ্ছন্ন টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থা। ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে বিদ্যালয় আরম্ভরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মান্যবর পুলিশ সুপার ও বিদ্যালয়ের সভাপতি জনাব ফারুক আহমেদ পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আলী ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ আফজাল হোসেন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ নির্মাণকাজের ঠিকাদার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ তোফাজ্জল হোসেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার পিছনে সরকারের উন্নয়ন ব্যয়কে স্বাগত জানিয়ে তিনি বলেন এই ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ক্লাস করতে পারবে এবং পাঠে মনোযোগী হবে। তিনি শিক্ষার্থীদেরকে সুনাগরিক হয় দেশ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি শিক্ষকমন্ডলী, অভিভাবক, সাংবাদিক নির্মাণ কাজে নিয়োজিত প্রকৌশলী, ঠিকাদার, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ।

আরো দেখুন
error: Content is protected !!