৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে লোকেশন গোপন করবেন যেভাবে

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি।।
ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তায় ফেসবুকের জনপ্রিয় ফিচার টু-ফ্যাক্টর অথেনটিকেশন। মোবাইল নম্বরের মাধ্যমে সহজেই এই ফিচার ব্যবহার করা যায়।

নিরাপত্তার খাতিরে আপনি ফেসবুকের লোকেশন ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখতে পারেন। তবে এতে ফেসবুক পোস্টে চেকইন ফিচারটি ব্যবহার করতে পারবেন না।

নিচের কয়েকটি ধাপ অনুসরণ করলে ব্যক্তিগত গোপনীয়তা কিছুটা হলেও রক্ষা করা যাবে।

* প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করতে হবে।
* তারপর মেনুতে ক্লিক করে ‘Settings & Privacy’-তে ক্লিক করতে হবে।
* এরপর ‘Settings’-এ গিয়ে ‘Location’-এ ক্লিক করতে হবে।

* নতুন পেজ চালু হলে ‘Location Access’ অপশনটি দেখা যাবে।
* এর পাশে থাকা অ্যারোতে ক্লিক করে ‘Location Services’-এ ট্যাপ করতে হবে।
* আরেকটি পেজ চালু হলে ‘Permissions’ অপশনে ক্লিক করতে হবে।
* সবশেষে ‘Location’-এর পাশে থাকা টগল বাটনটি অফ করে দিতে হবে।
এতে আর ফেসবুক কোনো লোকেশনের তথ্য নেবে না।

আরো দেখুন
error: Content is protected !!