[gtranslate]
১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে রকস্টার জেমস

বিনোদন ডেস্ক।।
‘আমি গণমানুষের গান গেয়েছি আজীবন। জীবন দর্শন, আমার আবেগ অনুভূতি, তরুণদের উৎসাহ দেয়া, এদেশ প্রেমের কথা বলা সবই এনেছি আমি আমার গানের ভেতর। সেই গানই আমার সন্তান, আমার দেশ, আমার প্রেম। আমার গান নিয়ে অনেক অন্যায় হয়েছে। এই অন্যায়, এই অনৈতিক কাজের বিরুদ্ধে সোচ্চার হতেই আইনি পরামর্শের কাজে এসেছিলাম। খুব শিগগিরই মামলা করবো।’

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজের গান সুরক্ষার জন্য মামলা দায়ের করতে ঢাকার নিম্ন আদালতে গেছেন দেশের শীর্ষ সংগীত তারকা জেমস।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে জেমসের আইনজীবী তাপস কুমার এই মামলার আবেদন করেন।

এ সময় জেমস নিজেও সরাসরি উপস্থিত ছিলেন। এরপর আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের আইনজীবী তাপস কুমার।

অন্যদিকে আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন,‘বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস। কিন্তু আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে গুলশান থানায় গিয়ে মামলা করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও আদালত বলেছেন, থানায় যদি মামলাটি না নেয় তাহলে আবার আদালতে এসে মামলাটির আবেদন করার জন্য।’তবে এ বিষয়ে জেমস কোনও মন্তব্য করেননি। তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘আমরা আদালতে গিয়েছি একটি কপিরাইট ইস্যু নিয়ে। আইনি আলাপ করেছি আইনজীবীদের সঙ্গে। কিছু দিকনির্দেশনা পেয়েছি। সে হিসেবে সামনের পরিকল্পনা করছি।’

রবিবার বেলা ২টা নাগাদ আদালত থেকে বেরিয়ে নিজ বাসায় ফেরেন জেমস।

জানা গেছে, জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয়ে যাচ্ছেন জেমস।

আরো দেখুন
error: Content is protected !!