২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ের কার্বাইড যুক্ত ১ টন আম ধংস

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় বুড়িচংয়ে অপরিপক্ক কার্বাইড যুক্ত ১টন আম ধংস করেছে ভাম্যমান আদালত। শনিবার বিকেল ৫টায় বুড়িচয়য়ের নিমসার বাজারে অভিযান চালিয়ে অপরিপক্ক কার্বাইড মিশ্রিত আম জব্দ করা হয়। পরে আমগুলো জনসমূক্ষে ধ্বংস করা হয়। আমগুলো পাইকাররা বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে। অপরিপক্ক আমগুলোতে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে পাঁকানো হচ্ছিল।

সরকারি নির্দেশনা অনুযায়ি আগামি ২১ মে থেকে আম বাজারজাত করার সিদ্ধান্ত রয়েছে। একটি অসাধু মহল এর আগেই অপরিপক্ক আম সংগ্রহ করে ক্যামিকেল মিশিয়ে বাজারে অধিক দামে বিক্রি করছে।

ক্ষতিকারক রাসায়নিক ও কার্বাইড মিশ্রিত আম বাজারে মজুদ রয়েছে এমন খবরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিন ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে অভিযান চালায়। অভিযান করে ৫টি আড়তে রাসায়নিক মিশ্রিত আমের মজুদ পাওয়া যায়। পরে আমগুলো পরিক্ষা করে ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি পেয়ে প্রায় ১টন আম ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিনা ইয়াসমিন জানান, কুমিল্লা নিমসার বাজারে কেমিক্যাল মিশিয়ে পাকানো ১ টন কাঁচা আম ধ্বংস করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা কালে সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

আরো দেখুন
error: Content is protected !!