[gtranslate]
১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িচংয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম অবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাবির প্রতিবেদক।।
বুড়িচং, কুমিল্লা।
কুমিল্লার বুড়িচংয়ে আজ ২৬ ফেব্রয়ারী শনিবার সকাল ১০ টায় বাকশীমূল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লালমাই-ময়নামতি কর্মসূচি (পল্লী সঞ্চয় ব্যাংকের (বার্ড অংশ), কোটবাড়ি, কুমিল্লার আয়োজনে তৃতীয় দফায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম অবহিতকরণ এবং বকেয়া ঋণ আদায়ে জণপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প পরিচালক ডঃ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া।

প্রশিক্ষণ প্রদান করেন, বার্ডের যুগ্ম পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংক,সদর দক্ষিণের সমন্বয় সালাউদ্দিন ইবনে সাঈদ ও বার্ডের উপ পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংক আদর্শ সদরের সমন্বয় ডাঃ বিমল কর্মকার।

মাঠ সহকারী মোঃ জাহাঙ্গীর আলম এর পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় বক্তব্য রাখেন, মোঃ লিটন রেজা মেম্বার, মোঃ জাহের মেম্বার, মহিলা ইউপি সদস্য আয়েশা আক্তার, লেখক ও সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, মোঃ মোস্তফা সাবেক মেম্বার , আলোকিত যুব উন্নয়ন সংস্থার মহিলা বিষযক সম্পাদক সেলিনা আক্তার এবং বিভিন্ন সমিতির সভাপতি- ম্যানেজারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ এ সময় বক্তব্য রাখেন।

আরো দেখুন
error: Content is protected !!