১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা

গাজী জাহাঙ্গীর আলম জাবির,
বুড়িচং থেকে।।
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বুড়িচংয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা, আলোচন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। অংশ গ্রহণ করেন, উপজেলা প্রকৌশলী কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি),উপজেলা তথ্য আপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসারে কার্যালয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, উপজেলা সমাজ সেবা অফিস, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, উপজেলা শিক্ষা অফিস, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাণী সম্পদ অফিস, বুড়িচং থানা, ফায়ার সিভিল ডিফেন্স, উপজেলা আনসার ও ভিডিপি অফিস এর সকল কর্মকর্তাগণ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান উদ্ভোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন উপজেলা প্রশাসনের উদ্যোগ অস্থায়ীভাবে স্হাপন করা প্রতিটি স্টল পরিদর্শন করেন।

আরো দেখুন
error: Content is protected !!