১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মোটরসাইকেল মহড়া

👁️নিউজ ডেস্ক ✒️
কুমিল্লায় করোনাভাইরাসের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধিতে মহড়া শুরু করেছে জেলা পুলিশ।

রবিবার (২৫ জুলাই ২০২১)সকাল ১১টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)সোহান সরকার এর নেতৃত্বে করোনা ভাইরাসের সংক্রমন থেকে জনগনের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বুড়িচং থানার পুলিশ সদস্যদের নিয়ে মোটরসাইকেল মহড়া বুড়িচং উপজেলার প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় সচেতনতা মূলক শ্লোগান দেওয়া হয়।

বুড়িচং থানা পুলিশের অন্তত ২০ সদস্যের ওই মহড়া বিভিন্ন এলাকা ঘুরে সুনির্দিষ্ট কারণ ছাড়া বাহিরে ঘুরে বেড়ানো মানুষকে ঘরে ফেরাতে এবং দোকান-পাট বন্ধ রাখতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। সাথে ছিলেন তদন্ত ওসি মাকসুদুল আলম, এস আই সুজয় কুমার মজুমদার,এসআই বিনোদ দস্তগীর,এসআই ওয়াহিদুর, এসআই আব্দুল্লাহ্, এএসআই শাহ্জালাল মজুমদার, কম্পিউটার অপারেটর মোঃ লিটনসহ অন্যান্য কর্মকর্তা।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)সোহান সরকার জানান,শহর সহ গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটে দোকান-পাট খোলা রেখে অযথা মানুষ ঘুরে বেড়ায়। তাদেরকে ঘরে ফেরাতে আমাদের এই মহড়া। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে আমাদের বিভিন্ন অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!