১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বোমা থাকার মেসেজ: মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ, চলছে তল্লাশি

অনলাইন ডেস্ক।।
বোমা আতঙ্কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।

এমএইচ১৯৬ ফ্লাইটটি আজ রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়ে আসে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিমানবন্দরে একটি ম্যাসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। এর পরপরই নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি শুরু করেছে।’

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানাতে পারবো।’

এর আগে ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় চট্টগ্রামে জরুরি অবতরণ করানো হয়েছে।

বিমানের গিয়ার কাজ না করায় পাইলটের দক্ষতায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে।

গত বুধবার রাত সাড়ে ৯টার পর বিমানটি অবতরণ করে। ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে ৫০ মিনিট বিলম্বে জরুরি অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।

আরো দেখুন
error: Content is protected !!