৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মিলছে না আঙুলের ছাপ, ফিরে যাচ্ছেন ভোটার

নিজস্ব প্রতিনিধি।।
৯৫ বছরের সফিউল্লাহ। কাঁপা কাঁপা শরীর নিয়ে লাঠিতে ভর দিয়ে এসেছেন ভোট কেন্দ্রে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তার হাত ধরে ঢুকেছেন ভোট কক্ষেও। কিন্তু আঙুলের ছাপ না মেলায় ভোট না দিয়েই তাকে ফিরতে হচ্ছে।

মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের সোনারামপুর কেন্দ্রের দৃশ্য এটি। সফিউল্লাহর মতো ফিরে গেছেন ৬৫ বছরের মনির মোল্লা ও ৭৮ বছরের জোবেদা খাতুনকেও।

তবে প্রিসাইডিং কর্মকর্তারা তাদের পরামর্শ দিচ্ছেন, দুপুর নাগাদ আরেকবার কেন্দ্রে আসতে। বৃদ্ধ সফিউল্লাহ বলেন, ‘অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্টে কেন্দ্রে এসেছি। আবার দুপুরে আসতে পারব কি না জানি না।

সোনারামপুর কেন্দ্রে এখন পর্যন্ত তিনটি বুথে ৬৫টি ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে আঙুলের ছাপ না মেলায় ফিরে গেছেন প্রায় ৩০ জন ভোটার।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুল হক বলেন,অনেকের আঙুলের ছাপে সমস্যা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এমনটা হচ্ছে। আমরা তাদের দুপুরে আরেকবার আসতে পরামর্শ দিচ্ছি।

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।

আরো দেখুন
error: Content is protected !!