১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্যারাগুয়ের বিপক্ষে অনন্য রেকর্ড গড়লেন মেসি। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয়টা স্মরণীয় হয়ে থাকলো লিওনেল মেসির জন্যেও। এই ম্যাচের মাধ্যমে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেসি। আর্জেন্টিনার হয়ে এতদিন সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ডটি একা দখলে রেখেছিলেন সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো। এবার সে রেকর্ডে ভাগ বসালেন মেসি।

ছবি: সংগৃহিত
পরের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলতে নামলে এককভাবে শীর্ষে উঠে যাবেন আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক মেসি।

এরই মধ্যে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তবে এই আসরে তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারলে এবং সবগুলো ম্যাচে মেসি খেলতে পারলে প্রথম আর্জেন্টাইন হিসেবে ১৫০ ম্যাচ খেলার মাইলফলক গড়বেন তিনি। নতুন রেকর্ডে ভাগ বসানোর পর সাবেক সতীর্থের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন মেসি।
এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলারদের তালিকা:
লিওনেল মেসি- ১৪৭ ম্যাচ
হাভিয়ের মাচেরানো- ১৪৭ ম্যাচ
হাভিয়ে জানেত্তি- ১৪৩ ম্যাচ
রবার্তো আয়ালা- ১১৪ ম্যাচ
অ্যাঞ্জেল ডি মারিয়া- ১০৭ ম্যাচ
ডিয়েগো সিমিওনে- ১০৪ ম্যাচ
সার্জিও আগুয়েরো- ৯৮ ম্যাচ
আলফ্রেড রুগেরি- ৯৭ ম্যাচ
সার্জিও রোমেরো- ৯৬ ম্যাচ
দিয়াগো ম্যারাডোনা- ৯১ ম্যাচ

আরো দেখুন
error: Content is protected !!