[gtranslate]
২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মেসি ম্যাজিকে বলিভিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

✒️ মহানগর ডেস্ক
আকাশী-নীলরা ম্যাচ জিতলো ৪-১ গোলে। আলবেসিলেস্তাদের হয়ে রেকর্ড ১৪৮’তম ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।

বলিভিয়ার বিপক্ষে বরাবরই আগ্রাসী আর্জেন্টিনা। এদিন ছয় মিনিটেই নিজের জাদু দেখান ক্ষুদে জাদুকর। মেসির অ্যাসিস্টে প্রথম গোল করেন আলেসান্দ্রো গোমেজ। গোল খেলেও নিজেদের খেলায় খুব একটা বদল আনতে পারেনি বলিভিয়ানরা।উলটো ৩৩ মিনিটে ডি-বক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেয় আর্জেন্টিনাকে। স্কোরশিটে নাম লেখান লিওনেল মেসি। নিজের শততম ম্যাচে গোল করতে না পারলেও, বন্ধুকে দিয়ে ঠিকই গোল করিয়েছেন অ্যাগুয়েরো।

৪২ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন এলএম টেন। পরে ৬০ মিনিটে বলিভিয়ানরা এক গোল ফেরত দিলেও, তিন মিনিট বাদেই আবারো এক গোল পায় আর্জেন্টিনা। এবার স্কোর করেন লওতারো মার্টিনেজ।

আরো দেখুন
error: Content is protected !!