৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে কুমিল্লা জেলা দল চূড়ান্ত পর্বে

স্পোর্টস ডেস্ক।।
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ – ২০২১ পদ্মা অঞ্চলে রাজবাড়ী জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে কুমিল্লা জেলা দল চূড়ান্ত পর্বে পৌছেছে।গত ২২ ডিসেম্বর ( বুধবার) রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে কুমিল্লা জেলা দল রাজবাড়ী জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হন ।কুমিল্লা জেলা দল জয়লাভ করায় কুমিল্লা সদর সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি কুমিল্লা জেলা দলের ম্যানেজার মোঃ বাদল খন্দকার ও কোচ মোস্তফা কামালসহ সকল খেলোয়াড়দেরকে অভিনন্দন জানান। এছাড়া কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহাসান ফারুক রোমেন কুমিল্লা জেলা দলকে অভিনন্দন জানান।

আরো দেখুন
error: Content is protected !!