৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুর চিকিৎসায় প্রয়োজন ১৬ কোটি! শোনামাত্রই পাশে দাঁড়ালেন অমিতাভ

বিনোদন ডেস্ক।।
কৌন বনেগা ক্রোড়পতির ‘শানদার শুক্রবার’ এপিসোডে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও ফারহা খান।

শো চলাকালীন ফারহার মুখে একটি শিশুর দুরারোগ্য অসুখের কথা শুনে তার চিকিৎসার খরচের একটি অংশ দেওয়ার কথা দিলেন অমিতাভ!

কৌন বনেগা ক্রোড়পতির ১৩ নম্বর সিজন শুরু হয়েছে গত মাসেই। চলতি সপ্তাহেই সোনি টিভির এই গেম শো-এর ‘শানদার শুক্রবার’ এপিসোডে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন ও ‘ওম শান্তি ওম’ পরিচালক ফারহা খান।

শো চলাকালীন হাসি ঠাট্টা যেমন চলল, তেমনই উঠে এল মনে রাখার মতো এক মুহূর্তও। অনুষ্ঠান চলার ফাঁকে ফারহার মুখে একটি ঘটনার কথা জানতে পেরে তৎক্ষণাৎ টাকা অনুদানের কথা ঘোষণা করলেন অমিতাভ বচ্চন। ফের একবার ‘বিগ বি’-র এই দরাজ দিলের পরিচয় পেয়ে আপ্লুত নেটদুনিয়া।

কেবিসি-র হট সিটে বসা প্রতিটি প্রতিযোগিকেই অমিতাভ জিজ্ঞেস করেন যে শো থেকে যে টাকা তিনি জিতবেন তা তিনি কীভাবে খরচ করতে চান।

সেই প্রতিযোগী সাধারণ মানুষ হোক কিংবা তারকা। ফারহার উদ্দেশেও তাই একই প্রশ্ন রেখেছেলিন ‘শাহেনশাহ’। জবাবে ‘ম্যায় হুঁ না’-র পরিচালক জানালেন যে আজকের এই শো থেকে তিনি যত টাকা পুরস্কার হিসেবে জিতবেন তার সবটুকু একটি শিশুর চিকিৎসার খরচ হিসেবে দিয়ে দেবেন।

আরও জানালেন স্পাইনাল মাসকিউলার অ্যাট্রোফি নামের এক বিরল দুরারোগ্য রোগে আক্রান্ত সাত মাসের ওই শিশুটি। মূলত একটি অত্যন্ত জটিল স্নায়ুর রোগ এটি, যার ফলে হতে পারে জীবনহানি।

তাই শিশুটির যখন বছর দুয়েক বয়স হবে তখন একটি টিকার প্রয়োজন হবে। যা এই মুহূর্তে বিশ্বের সবথেকে দামি ওষুধ!

আরো দেখুন
error: Content is protected !!