৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে তাপমাত্রা কমার পূর্বাভাস

আবহাওয়া ডেস্ক।।
সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। সেই সঙ্গে আগামী কয়েকদিন দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের আভাস নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেও বাংলাদেশের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। সেই সঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমে আসতে পারে।

এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলংকার কাছাকাছি অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ সময় ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ ৫-১০ কিলোমিটারে ওঠে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

আজ শুক্রবার সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী দুইদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। আর পাঁচদিনের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, তাপমাত্রা কমে আসতে পারে।

আরো দেখুন
error: Content is protected !!