৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি অভিষেক, ছুটে গেলেন বাবা অমিতাভ

বিনোদন ডেস্ক।।
হঠাৎ অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বাচ্চন। রোববার (২২ আগস্ট) রাতে তাকে ভর্তি করা হয়। জানা গেছে, সম্প্রতি হাতে গুরুতর চোট পান এ অভিনেতা।

অসুস্থ অভিষেককে দেখতে সোমবার সকালে হাসপাতালে ছুটে যান বাবা অমিতাভ বচ্চন। সঙ্গে যান অভিষেকের বোন শ্বেতা বচ্চনও।

এদিকে মেয়ে আরাধ্যসহ ঐশ্বরিয়া রাই রয়েছেন মধ্যপ্রদেশে। তিনি আসতে পারেননি। দক্ষিণী ছবির পরিচালক মণি রত্নমের ‘পন্নিইন সেলভান’ ছবির শুটিং করছেন অ্যাশ। তবে অভিষেকের খোঁজ রাখছেন তিনি সর্বদাই।

নানা সূত্রে জানা গেছে, অবস্থা তেমন গুরুতর কিছু নয়। সংক্রমনের ভয় কেটে গেছে। দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন অভিষেক।

তিনি স্ত্রী ও কন্যা ও মা জয়া বচ্চনের দেখা পেতে মুখিয়ে আছেন।

আরো দেখুন
error: Content is protected !!