[gtranslate]
২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম মারা গেছেন

মহানগর নিউজ ডেস্ক।।
১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম আর বেঁচে নেই। আজ রবিবার (১৫ আগস্ট) সকাল ৮টা ১৪ মিনিটে মারা গেছেন তিনি। তাঁর মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়।করোনা পজেটিভ হওয়ায় কয়েকদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ২ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিমকে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।

আরো দেখুন
error: Content is protected !!