২৫ অসহায় পরিবারের মাঝে এমপি বাহারের চেক ও ঢেউটিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় ২৫ অসহায় পরিবারের মাঝে ৫০ ব্যান্ডিল ঢেউ টিন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেছেন কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
সোমবার বেলা দেড়টায় নগরীর মুন্সেফবাড়ি এমপি বাহারের ব্যক্তিগত কার্যলয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের এ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা চেয়ারম্যন এড. মো.আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যলয়ের কর্মকর্তা আবু মুছা সরকার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রত্যেক পরিবার এমপি বাহারের হাত থেকে দুই বান্ডিল করে ঢেউটিনের টোকেন ও ৬ হাজার টাকার চেক গ্রহণ করেন।